Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মামলার আবেদন

মামলার আবেদন করার নিয়ম

১। যে ইউনিয়ন পরিষদের নিকট আবেদন করা হবে সে ইউনিয়ন পরিষদের নাম ঠিকানা থাকতে হবে।

২। আবেদনকারী এবং প্রতিবাদীর নাম,ঠিকানা ও পরিচয় থাকতে হবে।

৩। সাক্ষী থাকলে সাক্ষীর নাম,ঠিকানা ও পরিচয় থাকতে হবে।

৪। ঘটনা,ঘটনা উদ্ভবের কারণ,ঘটনার সথান ও ইউনিয়ননের নাম,সময়,তারিখ থাকতে হবে।

৫। নালিশ বা দাবির ধরন,মূল্যমান থাকতে হবে।

৬। ক্ষতির পরিমাণ,প্রার্থিত প্রতিকার থাকতে হবে।

৭। পক্ষদ্বয়ের সম্পর্ক উল্লেখ থাকতে হবে।

৮। সাক্ষীদের ভূমিকা থাকতে হবে।

৯। মামলা বিলম্বে দায়ের করা হলে তার কারণ উল্লেখ থাকতে হবে।

১০। আবেদকারীর সাক্ষর থাকতে হবে।

১১। মামলা দায়েরের তারিখ থাকতে হবে। (ধারা ৩)

 

একটি মামলার আবেদনের নমুনা দেওয়া হলোঃ-

 

মামলা নম্বার   ঃ

দায়েরের তারিখঃ

মামলার ধরন   ঃ

গ্রাম আদালতে মামলার আবেদন ফরমঃ

 

2bs KvUjv BDwbqb cwil`   বরাবর,                                                                                                   

চেয়ারম্যান,                                                                                     

২নং কাটলা ইউনিয়ন পরিষদ

বিরামপুর, দিনাজপুর।

 

  বিষয়ঃ  জমির সু-বিচার পাইবার জন্য অভিযোগ পত্র।

 

 
 

 

 

 

 

             বাদী

         বিবাদী

       স্বাক্ষী

 

 

মোঃ আনিছুর রহমান

পিতা- মৃত আয়েজ উদ্দিন

সাং- দঃ রামচন্দ্রপুর

২। মোঃ আঃ খালেক

পিতা মৃত ফারাজ উদ্দিন

সাং দঃ দামোদরপুর

বিরামপুর, দিনাজপুর।

মোবাঃ ০১৯৪৬৪৬২৯৮৬

১। মোঃ মোফাজ্জল

২। মোঃ মনছুর রহমান

উভয় পিতা মৃত গিয়াস উদ্দিন সর্ব সাং উঃ দাউদপু

 কাটলাহাট, বিরামপুর, দিনাজপুর।

১। মোঃ আঃ রাজ্জাক

৭নং ওয়ার্ড সদস্য

২। মোঃ আতারউ রহমান আতা

পিতা মৃত

সাং দঃ রামচন্দ্রপুর

৩। মোঃ মোসত্মফা মোলস্ন

পিতা মৃত নইমুদ্দিন মোলস্না সাং উঃ দাউদপুর

বিরামপুর, দিনাজপুর।

 

জনাব,

        সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি একজন সহজ সরল, ও আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি হইতেছি। পÿামত্মরে বিবাদীদ্বয় পরধন লোভী, আত্যসাত কারী ও  আইন অমান্যকারী ব্যক্তি হইতেছে। আমার দাদার ৩০/০১/১৯৪২ইং সনের খরিদ কৃত ও তার নিজ নামিও সম্পত্তি  আমার দাদার মৃত্যুর পর আমার বড় আববা ১নং মোঃ ফারাজ উদ্দিন সরকার ২নং আয়েজ উদ্দিন সরকার উভয় পিতা মৃত মনির উদ্দিন সরকার, ওয়ারিশ সুত্রে পাপ্ত হয়েন। উলেস্নখিত ফারাজ উদ্দিন সরকার ও আয়েজ উদ্দিন সরকার উভয়ের মৃত্যুর পর আমি ও জ্যাঠাতো ভাই মোঃ আঃ খালেক সাং দঃ দামোদরপুর ওয়ারিশ সুত্রে প্রাপ্ত হই।  উক্ত সম্পত্তি পাইবার নিমিত্তে গত ইং ০৭/০২/২০১৩ যাহার মামলা নং- ৫২১২৫৩, চেয়ারম্যান সাহেব বিষয়টি নিষ্পত্তির লÿÿ্য ৭নং ওয়ার্ড সদস্য মোঃ আঃ রাজ্জাক এর দায়িত্বভার অর্পন করে। তখন তিনি ৫নং ওয়ার্ড সদস্য আতাউর রহমান ও ৯নং ওয়ার্ড সদস্য মোঃ মোকছেদ আলী সহ গ্রামের গন্যমান্য ব্যক্তি বর্গ একত্রে উপস্থিত হইয়া গত ২৪/০১/২০১৩ইং প্রথম দিন ছামসুদ্দিনের খুলিয়ানে এবং ২য় দিন ০৭/০২/২০১৩ইং তারিখে বিবাদী মোঃ মোফাজ্জলের খুলিয়ানে বসা হয়। তারপর উভয় পÿÿর কাগজ পত্র যাচাই বাছাই পূর্বক এবং আলোচনা পর্যালোচনা করে দেখা যায় যে, ২য় পÿ মোঃ মোফাজ্জল দিং এর নকট দাউদপুর মৌজার খতিয়ান নং ২৩৮ এর বাটা ২৩৪, ২৪০নং দাগে ৭ শতক এবং ৪৫৮ নং দাগে ৫শতক, একুলে মোট ১২ শতক জমি বেশি রহিয়াছে। যাহা ১ম পÿ মোঃ আনিছুর রহমান প্রাপ্য।

এমত অবস্থায় ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ রায় প্রকাশের পরে অদ্য অবদি আমাদের প্রাপ্য সম্পত্তি ছেড়ে দিতে অনিহা প্রকাশ করে। আরো বলে যে, জমিতে গেলে মারামারি দন্ড কলোহ করার প্রস্ত্ততি গ্রহন করিবে।

এমত অস্থায় আইনি প্রতি শ্রদ্ধা জানিয়ে উলেস্নখিত সম্পত্তি বুঝিয়া পাওয়ার নিমিত্তে আপনার বরাবরে সু-বিচার পাইবার আসাই আপনার গ্রাম আদলতে উপস্থিত হয়ে একটি অভিযোগ পত্র দাখিল করিলাম।

 

         অতএব, জনাব অনুগ্রহ পূর্বক আমার অভিযোগ পত্রটি মঞ্জুর করতঃ ও আমার জমি আমাকে ফেরত নিয়ে দিয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহনে জনাবের মর্জি হয়।

তফশীল

মৌজা

খতিয়ান নং

দাগ নং

পরিমান

দাউদপুর

২৩৮ এর বাটা ২৩৪

২৪০

৪৮ এর মধ্যে  সাড়ে তিন উত্তর দিকে

দাউদপুর

২৩৮ এর বাটা ২৩৪

৪৫৮

৭ শতকের মধ্যে ৫ শতক

 

 

 

মোট = সাড়ে ৮ শতক

সংযুক্তিঃ

১। গ্রাম শালিসের প্রতিবেদন  (০১ পাতা)      

                                                                                                                    নিবেদক